চুল যখন চাইলেও আঁচড়ানো যায় না
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ পিএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
মাথার চুল আঁচড়াতে অনেকের আপত্তি। আবার কেউ কেউ চুলে নানারকম নকশা করেন চিরুনি দিয়ে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক মায়ের এক বছর বয়সী সন্তানের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। তার ছেলের চুল আঁচড়াতে চাইলেও তা সম্ভব হয় না।
বিরল এক জিনগত কন্ডিশনের কারণে এমনটা হয়। এর নাম দেওয়া হয়েছে আনকম্বেবল হেয়ার সিনড্রোম (ইউএইচএস)।
এই কন্ডিশনের ফলে মাথার চুল ভীষণ সংবেদনশীল হয় আর সবদিকে সমানভাবে বাড়তে থাকে।
চুল শুকনো ও শক্ত হয়ে যাওয়ার ফলে চিরুনি দিয়ে আঁচড়ালেও কোনো লাভ হয় না।
এই বিরল জেনেটিক কন্ডিশন সাধারণত তিন মাস থেকে ১২ বছর বয়সে বাচ্চাদের আক্রান্ত করে।
পিএডি১৩, টিজিএম৩, ও টিসিএইচএইচ নামের তিনটি জিনের মিউটেশনের কারণে ইউএইচএস হয়।
এ সিনড্রোমের কোনো চিকিৎসা আপাতত নেই, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন সময়ের সাথে সাথে এটি স্বয়ংক্রিয়ভাবে চলে যায়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস