পৃথিবীর কাছের ব্ল্যাক হোল আসলে ব্ল্যাক হোল নয়
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার
দুই বছর আগেে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন তারা আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের ব্ল্যাক হোল আবিষ্কার করেছিলেন।
কিন্তু এখন জানা গেছে সেখানে আদতে কোনো ব্ল্যাক হোল নেই।
এর আগে বিজ্ঞানীরা তিনটি সৌরবস্তু সমৃদ্ধ এইচআর ৬৮১৯ আবিষ্কার করেছিলেন। তারা ধারণা করেছিলেন, এর দুইটি হচ্ছে নক্ষত্র আর একটি হচ্ছে ব্ল্যাক হোল।
কিন্তু এবার জানা গেল, ওই সৌরবস্তুটি আসলে স্রেফ দুইটি নক্ষত্র নিয়ে গঠিত।
অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে তাদের নতুন এই অনুসন্ধানটি প্রকাশিত হয়েছে।
সূত্র: আইএফএল সায়েন্স