অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

যুদ্ধে গিয়ে ইউক্রেনের দুই ফুটবলার নিহত

প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার  

চলমান ইউক্রেন-রাশিয়া আগ্রাসনে দুইজন ইউক্রেনিয়ান ফুটবলার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলার (ফিফপ্রো)।
নিহতরা হলেন, ২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো ও ২৫ বছরের দিমিত্রো মার্টিনেনকো। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা।

স্যাপিলো নিজ দেশের ক্লাব কারপাতি লভিউয়ের যুব দলের হয়ে নিয়মিত খেলেছেন। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে স্যাপিলোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এফসি গোস্টোমেলের হয়ে নিয়মিত খেলা ফুটবলার মার্টিনেনকোর মৃত্যুর খবর নিশ্চিত করে তার ক্লাব। তারা জানায় একটি হামলার সময় রাশিয়ার পাল্টা বোমা হামলায় তিনি মারা যান।

এই ঘটনার পর শোক প্রকাশ করে ফিফপ্রো জানিয়েছে, ‘আমাদের ভাবনা জুড়ে এখন ইউক্রেনীয় তরুণ ফুটবলাররা। যারা তাদের দেশের ডাকে সারা দিয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমরা সেই সাথে স্যাপিলো ও মার্টিনেনকোর পরিবার, বন্ধু ও সতীর্থদের সমবেদনা জানায়। তারা দুজনেই শান্তিতে থাকুক।’