অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরোপের প্লে স্টোর থেকে আরটি, স্পুটনিককে নিষিদ্ধ করলো গুগল

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার  

আলফাবেট কোম্পানির প্রতিষ্ঠান গুগল জানিয়েছে তারা ইউরোপে প্লে স্টোর থেকে রাশিয়ান গণমাধ্যম আরটিস্পুটনিক-এর সব অ্যাপ ব্লক করেছে।

রাশিয়ার বাইরে ইউরোপের অন্য কোনো দেশ থেকে চাইলে এ অ্যাপগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না।

মঙ্গলবার (১ মার্চ) এ তথ্য জানায় গুগল। এর আগে নিজেদের নিউজ সেবা থেকে রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমকে সরায় প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানটি।

ইউক্রেনের যুদ্ধ নিয়ে এসব রাশিয়ান গণমাধ্যম ভুল তথ্য ছড়াচ্ছে এই আশঙ্কায় ইউরোপীয় কমিশন এগুলোর জন্য নিষেধাজ্ঞা প্রস্তুত করে।

আরটি-এর ডেপুটি এডিটর-ইন-চিফ অ্যানা বেলকিনা মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, যেসব প্রযুক্তি বিষয়ক কোম্পানি তাদের প্রতিষ্ঠান থেকে আরটি-কে নিষিদ্ধ করেছে, তারা আরটি মিথ্যা সংবাদ পরিবেশন করছে মর্মে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য জানায়নি স্পুটনিক

সূত্র: রয়টার্স