ফিট থাকার কারণেই হার্ট অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিলাম: বব ওডেনকার্ক
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২ মার্চ ২০২২ বুধবার
বব ওডেনকার্ক
বেটার কল সল-এ আটপৌরে উকিলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আটপৌরে বলতে তার অবয়ব আর আট-দশটা গড়পড়তা উকিলের মতো, এ অর্থে বোঝানো হচ্ছে।
কিন্তু নোবডি সিনেমাটিতে তাকে দেখা গেছে একেবারে ভিন্ন চরিত্রে। সেখানে শক্তপোক্ত, মারদাঙ্গা চরিত্রে অভিনয় করে আরেকবার নিজের জাত চিনিয়েছিলেন বব ওডেনকার্ক।
নোবডি'র সেই ওডেনকার্কই যেন বাস্তব জীবনে তার ত্রাতা হয়ে উঠলো। বেটার কল সল-এর সেটে মৃদু হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন ওডেনকার্ক। পরে হাসপাতালে সেরে ওঠেন। তিনি মনে করেন, নিজের শরীরটা ফিট থাকার কারণেই তিনি হার্ট অ্যাটাকের পর বেঁচে গিয়েছিলেন।
সম্প্রতি দ্য হাওয়ার্ড স্টার্ন শো-তে এ তথ্য জানিয়েছেন বব ওডেনকার্ক। তিনি বলেন, ব্যায়াম করলে হৃৎপিণ্ডের সক্ষমতা বাড়ে। আর তার ফলে হৃৎপিণ্ডে বেশি রক্ত পৌঁছাতে পারে। তাই তাকে যখন সিপিআর দেওয়া হচ্ছিল, তখন তার ব্যায়ামের উপকারিতা ভীষণ কাজে লেগেছিল।
এ সময় তার দর্শকদের অনুরোধ জানিয়েছেন সিপিআর শিখে নিতে। কারণ এতে মানুষের জীবন রক্ষা পায়।
ওডেনকার্কের বেটার কল সল সিরিজের ষষ্ঠ সিজন আগামী ১৮ এপ্রিল থেকে দেখতে পাবেন দর্শকেরা।
সূত্র: পিংকভিলা