অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়ায় সিনেমা মুক্তি স্থগিত করছে ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স, সনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১ মার্চ ২০২২ মঙ্গলবার  

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে দেশটিতে সিনেমা মুক্তি দেবে না হলিউডের কয়েকটি স্টুডিও।

এগুলো হচ্ছে ডিজনি, ওয়ার্নার ব্রাদার্স, ও সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট।

স্টুডিওগুলো জানিয়েছে তাদের আগামী সিনেমাগুলো রাশিয়াতে মুক্তি দেওয়া হবে না।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দ্য ওয়াল্ট ডিজনি কো. জানিয়েছে পিক্সারের আসন্ন সিনেমা টার্নিং রেড রাশিয়ায় মুক্তি পাবে না।

এরপর ওয়ার্নার মিডিয়া জানায় শীঘ্রই মুক্তি পেতে যাওয়া দ্য ব্যাটম্যান রাশিয়ায় মুক্তি দেওয়া হবে না।

একইভাবে সনি জানিয়েছে তাদের আসন্ন সিনেমা মরবিয়াস-এর রাশিয়ায় মুক্তি স্থগিত করা হয়েছে।

হলিউডের সিনেমার একটি বড় বাজার হচ্ছে রাশিয়া। ২০২১ সালে রাশিয়া থেকে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে হলিউড বক্স অফিস।

সূত্র: সানডে টাইমস