ল্যাবে নয়, উহানের বাজার থেকেই করোনাভাইরাসের উৎপত্তি
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
নতুন তিনটি গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন করোনাভাইরাসের উৎপত্তি চীনের কোনো গবেষণাগারে হয়নি বরং তা উহানের বাজার থেকেই ছড়িয়েছে।
তাদের গবেষণার ফলাফল অনুযায়ী ২০১৯ সালের শেষদিকে চীনের হুয়ানান সিফুড মার্কেটের প্রাণীদের থেকে ছড়িয়েছে করোনাভাইরাস।
উহানের কোনো গবেষণাগার থেকে এ ভাইরাসের উৎপত্তি হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি গবেষণাগুলোতে।
গবেষণাগুলোর দুইটি এখনো কোনো জার্নালে প্রকাশ করা হয়নি। এগুলো সার্ন কর্তৃক পরিচালিত ওপেন সোর্স রিসার্স রেপোজিটরি জেনোডোতে পাওয়া যাচ্ছে।
তবে কিছু ভাইরাস বিশেষজ্ঞ জানিয়েছেন, এ গবেষণাগুলো থেকে প্রাপ্ত তথ্যের কারণে করোনার উৎপত্তি নিয়ে কোনো বিকল্প তত্ত্বের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায়না।
সূত্র: দ্য উইক