লিটনের ‘পঞ্চাশে পঞ্চাশ’, ধীর গতিতে আসছে রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার
ওয়ানডে ক্যারিয়ারে ৫০তম ম্যাচ খেলতে নামেন লিটন দাস। সে ম্যাচে এসে নিজের অর্ধশতক তুলে নিয়েছেন এই ওপেনার। সে সাথে ক্যারিয়ারের চার হাজার রানও পূর্ণ করেছেন।
লিটন তার রানের ফোয়ারা ছুটালেও তৃতীয় ওয়ানডেতে এখনও বড় সংগ্রহের পথে নেই টাইগাররা। ৩৩ ওভার শেষে সংগ্রহ ১৪২-২। ফিরে গেছেন তামিম, সাকিব, মুশফিক ও ইয়াসির।
চট্টগ্রামে আজ টস জিতে ব্যাট করতে নেমে বেশ দেখেশুনে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ৫ ওভারে মাত্র ১৩ রান তোলেন তামিম আর লিটন দাস।
উইকেটে কিছুটা সেট হয়ে রানের গতি বাড়ান দুই ওপেনার। বিশেষ করে আরেক ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন হাত খুলে খেলতে থাকেন। তামিম দিচ্ছিলেন সঙ্গ। ১০ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তোলে বাংলাদেশ।
ফারুকির প্রথম ৫ ওভারে কোনো বিপদই হয়নি। তবে ব্যক্তিগত ষষ্ঠ ওভারের প্রথম বলেই তামিমকে বোল্ড করেন আফগান পেসার।
সিরিজে টানা তৃতীয়বারের মতো আফগান পেসারকে উইকেট বিলিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর ওমরজাইয়ের বলে সাজঘরে ফেরেন সাকিব। আর মুশফিক-ইয়াসিরকে তুলে নেন রশিদ খান।