ইউক্রেনে স্টারলিংক সেবা চালু করলেন ইলন মাস্ক
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রোববার
ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু করে দিয়েছেন ইলন মাস্ক।
কিয়েভের একজন সরকারি কর্মকর্তা'র অনুরোধের পর টুইটারে এ ঘোষণা দেন মাস্ক।
ইউক্রেনের ডিজিটাল ট্রান্সফরমেশন মিনিস্টার মিখাইলো ফেডোরোভ টুইটারে মাস্কের কাছে রাশিয়ার হামলার প্রেক্ষিতে দেশটিতে স্টারলিংক সার্ভিসের আহ্বান জানান।
তার ১০ ঘণ্টা পরে মাস্ক সেই টুইটের রিপ্লাইয়ে জানান, দেশটিতে স্টারলিংক সার্ভিস চালু হয়েছে, এবং আরও টার্মিনাল চালুর পথে আছে।
স্টারলিংক স্যাটেলাইটগুলো মহাকাশে অবস্থান করে পৃথিবীতে ইন্টারনেট সেবা দিতে পারে।
মাস্কের কোম্পানি স্পেইসএক্স প্রায় ২০০০ স্টারলিংক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
এর আগে অগ্ন্যুৎপাত ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া টোঙ্গাতেও স্টারলিংকের সেবা দিয়েছেন মাস্ক।
সূত্র: গ্রিক রিপোর্টার