বিশ্বকাপ প্লে-অফ: রাশিয়ার বিপক্ষে খেলতে চায় না পোল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
২০২২ সালের বিশ্বকাপ 'প্লে অফ'-এ রাশিয়ার সঙ্গে খেলতে চায় না পোল্যান্ড। মস্কোতে ওই খেলা আয়োজনের কথা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় পোল্যান্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
পোল্যান্ড ফুটবল ফেডারেশনের প্রধান চেজারি কুলেজ বলেছেন, আর কোনো কথা নয়, এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার সময়।
তিনি আরো বলেছেন, ফিফার কাছে এ ব্যাপারে অভিন্ন অবস্থান উপস্থাপনের জন্য চেক এবং সুইডিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে পোল্যান্ডের কথা হয়েছে।
এদিকে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের ১৯৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।
কিয়েভে যাওয়ার পথে ইউক্রেনের সামরিক কনভয় ধ্বংস করে দেওয়া হয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এটি ধ্বংস করা হয়েছে। কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শনিবার সকালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।