অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিশুদের ব্যবহৃত ন্যাপি থেকে যুক্তরাজ্যে তৈরি হচ্ছে সড়ক

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার  

যুক্তরাজ্যের ওয়েলসে শিশুদের জন্য ব্যবহৃত ন্যাপি (ডায়াপার) সড়কের ঢালাইয়ের কাজে ব্যবহার করা হচ্ছে।

এর ফলে ওই সড়কের পৃষ্ঠতলের আয়ুষ্কাল দ্বিগুণ বেড়ে যাবে।

এক পাইলট প্রকল্পের মাধ্যমে এই রিসাইকেলড ন্যাপিগুলো সড়ক তৈরিতে ব্যবহার করা হচ্ছে।

ন্যাপি'র ফাইবারকে বিটুমিনের সাথে মিশিয়ে কাজে লাগাচ্ছেন প্রকৌশলীরা।

ন্যাপিসাইকেল নামের একটি প্রতিষ্ঠান এ প্রকল্পের সঙ্গে জড়িত।

এর ফলে রাস্তা যেমন শক্ত ও টেকসই হবে, তেমনিভাবে ন্যাপির জঞ্জাল থেকে মুক্ত থাকবে পরিবেশও।

প্রসঙ্গত, কেবল ওয়েলসেই প্রতিবছর ১৪ কোটি ন্যাপি ব্যবহারের পর ফেলে দেওয়া হয়।

সূত্র: বিবিসি