রাশিয়া থেকে সরানো হলো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার আপডেট: ০৫:০৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
আগামী ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হচ্ছে না। রাশিয়া থেকে সরিয়ে ফ্রান্সের প্যারিসে ফাইনাল ম্যাচের ভেন্যু নেওয়া হয়েছে।
ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর আজ শুক্রবার দুপুরে জরুরি সভায় বসে উয়েফা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। উয়েফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
উয়েফার প্রস্তাব মেনে নেওয়ায় ফ্রেঞ্চ সভাপতি ইমানুয়েল ম্যাকরোনকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা। বিবৃতিতে তারা বলেছে, 'অতুলনীয় সংকটের সময়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফাইনাল ম্যাচ ফ্রান্সে স্থানান্তরিত করার জন্য ব্যক্তিগত সমর্থন এবং প্রতিশ্রুতির জন্য ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। '
শুক্রবারের বৈঠকে উয়েফা আরো বলেছে,'রাশিয়ান ও ইউক্রেনীয় ক্লাব এবং জাতীয় দলকে তাদের হোম ম্যাচগুলো নিজ দেশ থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজন করতে। ' রাশিয়ার একমাত্র দল হিসেবে ইউরোপা লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্পার্তাক মস্কো।