অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আফগানদের ৩০৭ রানের লক্ষ্য দিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার  

টস জেতার পর অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন স্কোরবোর্ডে ২৬০ রান জয়ের জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু লিটন দাস আর মুশফিকুর রহিমের প্রত্যাবর্তনের ম্যাচ অধিনায়কের প্রত্যাশার সীমাকেও ছাড়িয়ে গেল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০৬ রান। সিরিজে টিকে থাকতে হলে সফরকারীদের করতে হবে ৩০৭ রান।

আগের ম্যাচে ৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর অনবদ্য জুটিতে অবিস্মরণীয় জয়ের পথে বিশ্বরেকর্ড গড়েছিলেন আফিফ-মিরাজ। আজ রাঙালেন লিটন-মুশফিকরা। শুরুতে তামিম-সাকিব পড়ে যাওয়ার পর ১৯০ বলে ২০২ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে মিলে। 

যদিও ইনিংসের শেষ দিকে দুজনই আফগান পেসার ফরিদ আহমেদের পরপর দুই ডেলিভারিতে সাজঘরে ফেরেন। ২ ছক্কা ও ১৬ চারে ১২৬ বলে ১৩৬ রানের অসাধারণ চোখজুড়ানো ইনিংস খেলেন লিটন দাস। অন্যদিকে, আগের ম্যাচগুলোতে ছন্দহীন থাকা মুশফিক খেললেন ৯ চারে ৯৩ বলে ৮৬ রানের দারুণ এক ইনিংস। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচে টিম টাইগার্সের ব্যাটিং অর্ডারে ধস নামানো ফজলহক ফারুকীর করা ইনিংসের প্রথম ওভারটা দেখেশুনেই খেলেন তামিম ইকবাল। প্রথম পাঁচ বল ডট দেওয়ার পর শেষ বলে এক সিঙ্গেল।

ফারুকীর করা ওভারে রান এসেছিল মোটে দুই। তাও অতিরিক্ত খাত থেকে এসেছে একটি রান। তবে দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদের বদান্যতায় যেন কিছুটা পুষিয়ে গেল। প্রথম বলটিই স্ট্যাম্পের এত বাইরে দিয়ে গেছে যে, উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ বলের নাগালই পাননি। ওভার শুরুর আগেই পাঁচ রান। এরপর দুর্দান্ত একটি চারের মার তামিমের। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা তামিমের চিরচেনা এমন শর্ট যেন দেখেও শান্তি।

দ্রুত উইকেট তোলার আসায় এক প্রান্ত থেকে টানা বোলিংয়ে ফারুকী। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসে পেতে পেতেও লিটনের উইকেটটা পেলেন না। ইনিংসের তৃতীয় ওভারে করা ফারুকীর প্রথম বলেই খোঁচা মারতে গিয়েছিলেন লিটন। অল্পের জন্য রক্ষা। ব্যাটে লাগলে বিপদ হতে পারত! এরপর চতুর্থ বলে এলবিডব্লিউ আবেদন করে রিভিউ নিয়েও লিটনকে আউট করতে পারেনি আফগানিস্তান। বল লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে।

তিন ওভার শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ২০। যার মধ্যে অতিরিক্ত খাত থেকেই এসেছে ১২ রান! আগের ম্যাচে ১৮ রানেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ পাঁচ ওভার শেষে বিনা উইকেটে সংগ্রহ ৩১! ভালো শুরু বলাই চলে।

ইনিংসের সপ্তম ওভারে যেন প্রথম ম্যাচেরই হাইলাইটস। প্রথম ওয়ানডেতে যেভাবে ফারুকীর বলে এলবিডব্লিউ হয়েছিলেন তামিম। আজও হলেন। এলবিডব্লিউর ফাঁদে পড়ার পর আম্পায়ার আউটের সিগন্যাল দিয়েছিলেন। কিন্তু তামিম রিভিউ নিয়েও বাঁচতে পারলেন না। ২৪ বলে ২ চারের মারে ১২ রান করে ফিরলেন।

প্রথম ওয়ানডেতে রান পাননি। দ্বিতীয় ওয়ানডের আগে ব্যাটিং কোচ জেমি সিডন্সের শরণাপন্নও হয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছু হলো না। দ্বিতীয় ওয়ানডেতেও দেখেশুনে শুরুর পরও টিকতে পারলেন না। সাজঘরে ফিরলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

তামিম আউট হওয়ার ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারিতে ফারুকীকে স্বাগত জানান সাকিব। যদিও পরের বলেই পরাস্ত হয়েছিলেন। কিন্তু কোনো বিপর্যয় হয়নি। তবে ব্যক্তিগত ২০ রানের মাথায় রশিদে কাটা পড়েন সাকিব।