মুগ্ধতা ছড়ানো সেঞ্চুরি লিটনের, বড় সংগ্রহের পথে দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশের সবশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাত মাস পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার সেঞ্চুরি রাঙানো ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।
৪৪ ওভার শেষে টাইগারগের সংগ্রহ ২৬০-২। আরও ৬ ওভারে মোট রান নিশ্চয়ই ৩০০ ছাড়াতে চাইবে তামিম বাহিনী।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে এসে শুরু থেকে দেখে শুনে ব্যাটিং করেন লিটন। একপ্রান্তে তামিম ইকবাল ও সাকিব আল হাসান বিদায় নিলেও অন্যপ্রান্তে উইকেট আগলে ব্যাট চালিয়ে যান তিনি।
৬৫ বলে আট চারে অর্ধশতকের পর বাউন্ডারি হাঁকানোতে মনোযোগ দেন লিটন। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে আফগান বোলারদের চোখ রাঙিয়ে ব্যাট করেন তিনি। পরের পঞ্চাশ করতে খুব বেশি বল খেলেননি লিটন। ১০৭ বলেই ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন তিনি।
লিটন এর আগে শতক পেয়েছিলেন জিম্বাবুয়ের মাটিতে ২০২১ সালের জুলাইতে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯১ বল মোকাবিলা করেছিলেন ১০২ রান। পরের দুই ম্যাচে ২১ ও ৩১ রানের দুটি ইনিংস খেলেন তিনি। যদিও আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ বলে করেন মাত্র ১ রান।