কঙ্গনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার আপডেট: ০৪:০৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
কঙ্গনা রানাউত
ভারতের বাথিন্ডার একটি আদালত আগামী ১৯ এপ্রিল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
মহিন্দর কৌর নামের একজন নারী কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সে মামলার প্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত।
কঙ্গনা রানাউত টুইটারে মহিন্দর কৌরকে 'শাহীন বাগ দাদি' হিসেবে ভুল করেন। সেজন্য অভিনেত্রীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন কৌর।
২০২১ সালের জানুয়ারি মাসে কঙ্গনার বিরুদ্ধে ওই মামলা করা হয়।
মামলার অভিযোগপত্রে কৌর দাবি করেন, কঙ্গনা তাকে 'শাহীন বাগ দাদি' হিসেবে ভুলভাবে চিহ্নিত করে তার খ্যাতি ও সম্মানের হানি করেছেন।
দিল্লির শাহীন বাগে ২০১৯ সালে এক আন্দোলনে অংশ নেন বিলকিস বানু ওরফে বিলকিস দাদি। তিনি 'শাহীন বাগ দাদি' হিসেবে খ্যাত হন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া