অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৫

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার   আপডেট: ০১:০৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৫৫। এ সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৫৯। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ২ হাজার ২৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২ জন ও উপজেলার ২৩ জন।

আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪৬।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হন ২০২০ সালের ৩ এপ্রিল। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।