ইঞ্জিনের ত্রুটির কারণে জরুরি অবতরণ করলো এলটন জনের বিমান
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার আপডেট: ০৩:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
স্যার এলটন জন
আকাশের ১০ হাজার ফুট উচ্চতায় বিমানের ইঞ্জিনে হঠাৎ ত্রুটি দেখা দিলে জরুরি অবতরণ করতে বাধ্য হয় ব্রিটিশ গায়ক স্যার এলটন জনের ব্যক্তিগত বিমান।
ফেয়ারওয়েল ইয়েলো ব্রিক রোড ট্যুর-এর অংশ হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গান গাওয়ার জন্য নিউইয়র্ক যাচ্ছিলেন তিনি। পথে তার বিমানের হাইড্রলিক সিস্টেমে ত্রুটি দেখা দেয়।
তার ব্যক্তিগত বিমানটি একটি টোয়াইন জেট বম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস। ত্রুটি শনাক্ত হওয়ার পর এটি আবার ফ্র্যানবরাহ এয়ারপোর্টে ফিরে আসে।
ফ্রাঙ্কলিন ঝড়ের কারণে সে সময় আকাশে তীব্র বাতাস ছিল।
এর পরে আরেকটি বিমানে নিউ ইয়র্কে পৌঁছান তিনি।
সূত্র: ইয়াহু নিউজ