অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য সম্মননা পাচ্ছেন ১৩ জন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার  

চিকিৎসাশাস্ত্রের মানোন্নয়নে অবদান রাখায় ১৩ চিকিৎসক পাচ্ছেন সম্মাননা। বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল একাডেমির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক অধিবেশনে তাদের এ সম্মাননা স্মারক দেওয়া হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেল অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন। 

বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এসএম মুস্তফা জামানের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত থাকবেন দেশবিদেশের বরেণ্য চিকিৎসকবৃন্দ।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হবে অধ্যাপক ডা. শেখ আলী আশরাফ ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিককে। এছাড়া, সম্মাননা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. এস আর খান, অধ্যাপক ডা. একে আজাদ খান, অধ্যাপক ডা. মাহমুদ হাসান, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অধ্যাপক ডা. সুফিয়া রহমান, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, অধ্যাপক ডা. মো. শরফুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সজল ব্যানার্জি, অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম।