অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুক্তির পর দারুণ আয় করছে আনচার্টেড

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার  

মুক্তি পাওয়ার পর উত্তর আমেরিকার বক্স অফিসে ভালোই ব্যবসায় করছে টম হল্যান্ডের সর্বশেষ সিনেমা আনচার্টেড

ভিডিও গেম থেকে নির্মিত হল্যান্ড ও আরেক হলিউড স্টার মার্ক ওয়ালবার্গ অভিনীত এই সিনেমাটি প্রেসিডেন্টস ডে উইকেন্ডে ৫১ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর মাধ্যমে বক্স অফিসে আয়ের দিক থেকে শীর্ষে অবস্থান করবে সিনেমাটি।

প্লেস্টেশন-এর একটি গেমের ওপর তৈরি করা এই সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক রুবেন ফ্লেইশার। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২৭৫টি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

স্পাইডারম্যান: নো ওয়ে হোম-এর পরে আর এখন পর্যন্ত সপ্তাহান্তে মুক্তি পাওয়ার সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি। এর আগে টম হল্যান্ড নো ওয়ে হোম কেবল উত্তর আমেরিকাতেই ৭০০ মিলিয়ন ডলার আয় করেছিল।

বৈশ্বিকভাবে আনচার্টেড ইতোমধ্যে ১০০ মিলিয়ন ডলার আয় করে ফেলেছে। তবে স্পাইডারম্যান: নো ওয়ে হোম চীনে মুক্তি না পেলেও মার্চের ১৪ তারিখ থেকে দেশটিতে মুক্তি পাবে আনচার্টেড

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া