অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনলাইন লার্নিং প্লাটফর্ম বাংলাডেমির যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২ শনিবার  

আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলাডেমি  অনলাইন লার্নিং প্লাটফর্মের পথ চলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীতে বাংলাডেমির কর্পোরেট অফিসে ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে বিশেষ উদ্বোধন, দোয়া মাহফিল এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাডেমির প্রতিষ্ঠাতা এবং সিইও এন আলম মুন্না। অনুষ্ঠানে তিনি বলেন “প্রযুক্তি নির্ভর গতিশীল বিশ্বে দক্ষতার অভাবে চাকরির বাজারে কেউ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যকে সামনে রেখে এবং বিশ্বব্যাপী ৩০ কোটি বাংলাভাষাভাষীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাডেমি কাজ করে যাবে।”  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইটি প্রফেশনাল খালেদ সাইফ, আরিফুর রহমান, শাহীন রাফি, রিমানা জামান, আলী মুরাদ সহ বাংলাডেমির বিভিন্ন ক্যাটাগরির কোর্স ইন্সট্রাক্টর। এসময় বক্তারা বলেন, বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের ই-লার্নিং প্লাটফর্মের সুবিধা নিয়ে বাংলাডেমির যাত্রা শুরু। বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক ওয়ান স্টপ সলুশন নিয়ে বাংলাডেমি কাজ করছে। 

বাংলাডেমি ডটনেট বাংলাদেশের অন্যতম সেরা ই-লার্নিং স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মের সকল কোর্স ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনীয় সকল সফট স্কিল, কর্পোরেট, একাডেমিক সহ বিভিন্ন ক্যাটাগরিতে ইন্ডাস্ট্রির দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা প্রণয়ন করা হয়। অভিজ্ঞ মেন্টর, আন্তর্জাতিক কোর্স কারিকুলাম, শিক্ষার্থী সাপোর্ট সিস্টেম প্রভৃতি কারণে এ প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ থেকে বেকারত্ব দূরীকরণ এবং বৈশ্বিক মানবসম্পদ তৈরিতে বাংলাডেমি ডট নেট  প্রতিজ্ঞ। শুভ উদ্ভোধন এবং ভাষার মাস উপলক্ষে বাংলাডেমিতে মাসজুড়ে থাকছে শিক্ষার্থীর জন্য নানা ছাড় এবং উপহার।