অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা করছেন ব্র্যাড পিট
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার আপডেট: ০৪:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফ্রান্সে থাকা নিজেদের এস্টেটহাউজ ও ওয়াইনারি (যেখানে ওয়াইন তৈরি করা হয়) থেকে নিজের অংশ বিক্রি করে দেওয়ায় অ্যাঞ্জেলিনা জোলি'র বিরুদ্ধে মামলা করছেন তার সাবেক স্বামী ব্র্যাড পিট।
পিটকে না জানিয়ে জোলি শ্যাতু মিরাভেল নামের ওই বাড়ির তার নিজের অংশ বিক্রি করে দেওয়ায় মামলা করবেন তিনি।
লস অ্যাঞ্জেলস সুপেরিয়র কোর্ট-এ নিজের অভিযোগের কাগজপত্র দাখিল করেছেন ব্র্যাড পিট।
সেখানে ব্র্যাড পিট অভিযোগ করেছেন, তার কাছ থেকে অনুমতি না নিয়েই একজন রাশিয়ান ব্যবসায়ী ইয়ুরি শেফলারের কাছে বাড়িটির ৫০ শতাংশ শেয়ার ও ওয়াইন বিক্রি করে দিয়েছেন জোলি। এর মাধ্যমে জোলি তাদের মধ্যকার চুক্তি ভঙ্গ করেছেন।
২০০৮ সালে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি ফ্রান্সে ওই সম্পত্তিটি ক্রয় করেন। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের ছেলেমেয়েকে সেখানে বড় করবেন এবং একটি পারিবারিক ওয়াইন ব্যবসায় তৈরি করবেন।
২০১৪ সালে তারা বিয়ে করেন। দুই বছর পরে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
কোর্টে কাগজপত্রে পিট দাবি করেছেন, তিনি ওই আঙুরখেতকে একটি মাল্টি-মিলিয়ন ডলারের ব্যবসায়ে পরিণত করেছেন এবং এতে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন।
পিট আরও অভিযোগ করেন, ২০১৩ সাল থেকে জোলি ব্যবসায়ে তার পক্ষ থেকে সবরকম বিনিয়োগ বন্ধ করে দিয়েছিলেন।
২০১৯ সালে এ দম্পতির ডিভোর্স হলেও এখনো নিজেদের ছয় সন্তানের অধিকার ও যৌথ সম্পত্তির বিষয়ে আদালতে লড়ছেন তারা।
সূত্র: ফিল্ম নিউজ ইউকে