বাংলাদেশে সরাসরি রেমিট্যান্স পাঠানোর সুযোগ দিল কাতারের ওরেডো
ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশিত: ০৪:২১ পিএম, ৮ নভেম্বর ২০২০ রোববার
কাতারের জনপ্রিয় টেলিযোগাযোগ সংস্থা ওরেডো তাদের জনপ্রিয় মানিট্রান্সফার সার্ভিসে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা যুক্ত করেছে। মানিগ্রাম ব্যবহার করে এখন থেকে সরাসরি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন এর গ্রাহকরা। সম্প্রতি নতুন এই সুবিধার কথা ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এখন থেকে তাৎক্ষণিক অর্থ ট্রান্সফার ছাড়াও, তহবিল পাঠাতে ইচ্ছুক গ্রাহকরা মানিগ্রামের উচ্চতর এক্সচেঞ্জ রেট এবং বিশ্বমানের পরিষেবা সাহায্যে ‘ওরেডো মানি’ অ্যাপ্লিকেশন দিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। সাথে তহবিলগুলো সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে বলে নিশ্চিত করেছে ওরেডো।
ওরেডোর নতুন পরিষেবাটি বছরের ৩৬৫ দিন ২৪ ঘন্টাই চালু থাকবে।
এপ্রসঙ্গে ওরেডোর জনসংযোগ পরিচালক সাবাহ রাবিয়াহ আল কুওয়ারি বলেন, মানিগ্রামের সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সুবিধা দিতে পেরে আমরা আনন্দিত। গ্রাহকদের কাছে মানসিক প্রশান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদেরকে আপন জনের কাছে টাকা পাঠানোর নিরাপদ উপায় তৈরি করে দিয়ে আমরা গর্ববোধ করছি।