সৌদিতে নারী ট্রেন চালকের ৩০ পদের জন্য আবেদন ২৮০০০
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
সৌদি আরবের একটি রেল কোম্পানি ৩০ জন নারী চালক নিয়োগের জন্য ২৮০০০ আবেদনপত্র পেয়েছে।
যারা নিয়োগ পাবেন তারা দেশটির দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় উচ্চগতিসম্পন্ন ট্রেন চালাবেন। তবে তার জন্য তাদেরকে এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
এ প্রথমবারের মতো সৌদি আরবের নারীদের ট্রেন চালানোর কাজের জন্য বিজ্ঞাপন দেওয়া হলো।
কয়েক দশক ধরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার বিশ্বের মধ্যে সর্বনিম্ন ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তন দেখা গেছে।
কারণ দেশটির সরকার কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাচ্ছে।
এসব পরিবর্তনের ফলস্বরূপ গত পাঁচ বছরে দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়ে ৩৩ শতাংশে পৌঁছেছে।
তবে গত বছর করা একটি জরিপ গবেষণায় জানা গেছে সৌদি আরবে এখনো বেশিরভাগ চাকরিতে বিশেষত সরকারি চাকরিগুলোতে পুরুষদের আধিপত্য বেশি।
সূত্র: বিবিসি