অরিত্রীর আত্মহত্যার মামলায় আরও একজনের সাক্ষ্য
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার আপডেট: ০৮:০৭ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় শ্রী অনিক নামে এক প্রতিবেশী সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে এ সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ হিসেবে আগামী আগামী ১৪ মার্চ ধার্য করেন।
এদিন মামলার দুই আসামি নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার আদালতে হাজিরা দেন। এ নিয়ে মামলাটিতে ১৮ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষ হলো।
২০১৮ সালের ৪ ডিসেম্বর অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আক্তার। বর্তমানে আসামিরা জামিনে আছেন।