নিঁখোজের ২ বছর পর ঘরের সিঁড়ির তলা থেকে উদ্ধার
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
নিখোঁজ হওয়ার দুই বছর পর পাওয়া গেল ছয় বছর বয়সী মেয়েকে।
তাকে পাওয়া যায় একটি বাড়ির সিঁড়ির নিচে তৈরি করা অস্থায়ী ঘরে। পুরোপুরি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাকে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ঘটেছে এ ঘটনা। এর আগে পুলিশ ধারণা করেছিল মেয়েটিকে নন-কাস্টোডিয়াল (আদালতের আদেশের কারণে সন্তানকে সরাসরি লালনপালন করতে না পারা) মা-বাবা অপহরণ করেছিল।
পেইজলি শুলটিসকে সোমবার (১৪ ফেব্রুয়ারি) উদ্ধার করে পুলিশ। গোপনে খবরের ভিত্তিতে সগেরিটিস শহরের ওই বাড়িতে অভিযান চালায় স্থানীয় পুলিশ।
বাড়িটি ছিল মেয়েটির দাদা'র। খোঁজার এক পর্যায়ে বেইজমেন্টে যাওয়ার সিঁড়ির তলায় এক অস্থায়ী ঘরে সে ও তার মা কিমবার্লিকে খুঁজে পায় পুলিশ।
পরে তাকে পুলিশ তাকে তার আইনত মা-বাবা'র কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পুলিশ মেয়েটির আসল মা-বাবা কিমবার্লি ও কার্ক শুলটিস জুনিয়র, এবং একই সাথে তার দাদা কার্ক শুলটিস সিনিয়রকে আটক করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান