অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সেই নরখাদক হাঙরের খোঁজে সিডনি

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিডনির মালাবারের নিকটস্থ লিটল বে সৈকতে হাঙরের আক্রমণে একজন সাঁতারু মারা গেছেন।

১৯৬৩ সালের পর এ প্রথম সিডনিতে শ্বেত হাঙরের (হোয়াইট শার্ক) আক্রমণে কেউ মারা গেলেন।

বর্তমানে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ ওই হাঙরটি খুঁজে বেড়াচ্ছে।

বুধবারের হামলার পর বৃহস্পতিবার শহরটির অধিকাংশ সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে এবং উপকূলের সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, লিটল বে সৈকতের কিছুটা পূর্বদিকে ওই সাঁতারু হাঙরের আক্রমণের মুখে পড়েন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বর্তমানে কর্তৃপক্ষ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে হাঙরটির খোঁজ চালাচ্ছে। বুধবার সিডনির উপকূলে ২৫ কিলোমিটার জেট স্কি ব্যবহার করে টহল দিয়েছে উদ্ধারকারী কর্মকর্তারা।

সিডনিতে হাঙরের আক্রমণ অস্বাভাবিক। কারণে এর উপকূলে হাঙর দূরে রাখার জন্য জাল ও অন্যান্য ব্যবস্থা আছে।

সিডনির স্থানীয় সরকার জানিয়েছে, তাদের বিশেষজ্ঞদের মতে ওই হাঙরটি কমপক্ষে তিন মিটার লম্বা।

সূত্র: বিবিসি