অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এইডস রোগের ভাইরাস এইচআইভি থেকে সুস্থ হলেন নারী!

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ১১:১১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার  

মার্কিন যুক্তরাষ্ট্রে লিউকেমিয়ায় আক্রান্ত একজন নারী প্রথমবারের মতো এইডস রোগ থেকে মুক্ত হয়েছেন।

এখন পর্যন্ত পৃথিবীতে তিন জন মানুষ এইডস রোগে আক্রান্ত হয়ে পরে সুস্থ হয়েছেন। এবারই প্রথমবারের মতো একজন নারী সুস্থ হলেন।

গবেষকেরা জানিয়েছেন, স্টেম সেল ট্র্যান্সপ্ল্যান্ট-এর পরে সুস্থ হন ওই নারী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ডেনভার-এ বিষয়টি উপস্থাপন করা হয়। নাভিরজ্জু ও অমরা'র স্টেম সেল সমৃদ্ধ রক্ত ব্যবহার করে ওই নারীর লিউকেমিয়া চিকিৎসা করা হয়েছিল।

ওই রক্ত গ্রহণ করার পর থেকে ওই নারী প্রায় ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাস মুক্ত রয়েছেন।

ওই নারীর পরিচয় জানা যায়নি। তবে তিনি মধ্যবয়সী।

এর আগে যে দুইজন এইডস থেকে মুক্ত হয়েছিলেন তারা দুইজনই পুরুষ ছিলেন। এদের একজন শ্বেতাঙ্গ ও অপরজন লাতিনো। তারা অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য ব্যবহৃত স্টেম সেল ব্যবহার করে সুস্থ হয়েছিলেন।

স্টেম সেল সমৃদ্ধ রক্ত ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়।

এইচআইভি ভাইরাসের ফলে সৃষ্ট এইডস রোগের এখন পর্যন্ত কোনো চিকিৎসা আবিষ্কৃত হয়নি।

সূত্র: আল জাজিরা