গর্ভকালে টিকা নিলে সন্তানের শরীরেও সুরক্ষা তৈরি হয়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
গর্ভকালীন সময়ে কোভিডের টিকা নিলে তাতে জন্মের পর সন্তানেরও প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে করে যেসব মায়েরা দুইটি টিকাই নিয়েছেন তাদের সন্তানদের কোভিডে আক্রান্তের হার কমে যায়।
এর আগে জানা গিয়েছিল টিকা গ্রহণের পর মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি গর্ভের ভ্রূণেও প্রবেশ করে।
কিন্তু এতদিন পর্যন্ত জানা যায়নি সন্তানের শরীরে তা কীভাবে প্রভাব ফেলে।
গবেষকেরা গবেষণাটি করার জন্য ছয় মাসের কম বয়সী ১৭৬ বাচ্চার হাসপাতালের তথ্য পর্যবেক্ষণ করেছেন।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস