ঢাবির ঘ ইউনিট আপাতত থাকছে
ঢাবি করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ঢাবির ঘ ইউনিট আপাতত থাকছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট বাদ দেয়া নিয়ে আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির বুধবারের (১৬ ফেব্রুয়ারি) সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।
এর আগে ‘পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর’ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভাগ পরিবর্তন ইউনিট হিসেবে পরিচিত ঘ ইউনিট বন্ধের সিদ্ধান্ত নেয়। ৭ ফেব্রুয়ারি ঘ ইউনিট বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগ পরিবর্তনের একটি নীতিমালা প্রণয়নের জন্য ডিনস সাবকমিটিকে দায়িত্ব দেন উপাচার্য।
তবে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়। এমন পরিস্থিতিতে ডিনস কমিটির বিশেষ সভা ডাকেন উপাচার্য।
জানা গেছে, উচ্চমাধ্যমিকের বিভাগ পরিবর্তন করে উচ্চশিক্ষা নিতে চাওয়া শিক্ষার্থীদের অনেকেরই প্রথম পছন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট। এই ইউনিট বাদ দেওয়ার বিষয়টি শুরু থেকেই ধোঁয়াশাচ্ছন্ন ছিল। ২০২০ সালের নভেম্বরের আগে ঘ ইউনিট রদ বা বহাল রাখার বিষয়ে কোথাও কোনো আলোচনা ছিল না।
সেই বছরের ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একটি বিশেষ সভা হয়। আলোচ্য সূচিতে না থাকলেও সেই সভার শেষ পর্যায়ে নিজে থেকেই ঘ ইউনিট ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট বন্ধ করার প্রস্তাব তুলেছিলেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এর পেছনে পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমানোর যুক্তি দেন উপাচার্য।