অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গত নভেম্বরে দাতব্য সংস্থায় ৬ বিলিয়ন ডলার দান করেছিলেন মাস্ক

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার  

২০২১ সালের নভেম্বর মাসে টেসলা'র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক কোম্পানিটির প্রায় ৫৭০ কোটি ডলার সমমূল্যের শেয়ার একটি দাতব্য সংস্থায় দান করেছেন।

সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সচেঞ্জ কমিশনের কিছু নথিপত্র থেকে নতুন এ তথ্য জানা গেছে।

নভেম্বরের ১৯ থেকে ২৯ তারিখের মধ্যে মাস্ক প্রায় ৫০ লাখ ৪৪ হাজার শেয়ার দান করেন।

ওই দাতব্য সংস্থার নাম জানা যায়নি। তবে প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম ম্যাশেবল ধারণা করছে তার এ শেয়ার অনুদানের সঙ্গে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি'র (ডব্লিউএফপি) যোগসূত্র রয়েছে।

২০২১ সালের নভেম্বরে ডব্লিউএফপি'র পরিচালক এক সাক্ষাৎকারে দাবি করেন মাস্কের স্রেফ দুই শতাংশ সম্পদ তথা প্রায় দুই বিলিয়ন ডলার বিশ্বের চার কোটি ২০ লাখ মানুষকে ক্ষুধামুক্ত করতে পারতো।

তখন মাস্ক এক টুইটে বলেন যদি সংস্থাটি ব্যাখ্যা করে বোঝাতে পারে কীভাবে ৬ বিলিয়ন ডলারে বিশ্বের ক্ষুধা দূর হবে, তাহলে তিনি 'ওই মুহূর্তে' টেসলার শেয়ার বেচে ওই পরিমাণ অর্থ দান করবেন।

সূত্র: ম্যাশেবল