অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবারের অস্কারে উপস্থাপনায় থাকবেন যারা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার   আপডেট: ১০:৩৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

২০২২ সারের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ৯৪ তম আসর।

এবারের অস্কারে উপস্থাপক হিসেবে থাকবেন রেজিনা হল, অ্যামি শুমার, ও ওয়ান্ডা সাইকস।

দীর্ঘ ৩৫ বছর পর আবার অস্কারের মঞ্চে তিনজন উপস্থাপককে দেখা যাবে। এছাড়া অস্কার এর আগে কখনো এতজন নারী উপস্থাপন করেননি।

অ্যামি শুমার অনুষ্ঠানের শুরুতে থাকবেন। তিনজনের প্রত্যেকে আলাদা আলাদা ঘণ্টায় উপস্থাপনের দায়িত্ব পালন করবেন।

অভিনয় ও উপস্থাপনায় কাজ করেছেন অ্যামি শুমার। ১২ বার প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীতও হয়েছেন তিনি। ২০১৫ সালে কমেডি সেন্ট্রাল-এর 'ইনসাইড অ্যামি শুমার'-শো এর জন্য অ্যামি জেতেন শুমার।

স্ক্যারি মুভি ফ্র্যাঞ্চাইজ, দ্য বেস্ট ম্যান, লিটল, দ্য হেইট ইউ গিভ ইত্যাদি সিনেমায় অভিনয় করে সমালোচকদের দৃষ্টি কেড়েছেন রেজিনা হল।

অন্যদিকে বিভিন্ন টেলিভিশন সিরিজ ও নেটফ্লিক্সের শো-তে অভিনয় করেছেন ওয়ান্ডা সাইকস। এছাড়া কয়েকটি সিনেমাতেও কাজ করেছেন তিনি। ১৪টি অ্যামি মনোনয়ন পেয়ে জিতেছেন একটিতে।

সূত্র: দ্য হলিউড রিপোর্টারভ্যারাইটি