এ হীরে দুর্লভ অতি! দাম ৩১৬২,৮৮০,০০০ টাকা
সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ৮ নভেম্বর ২০২০ রোববার আপডেট: ০২:৩৪ পিএম, ৮ নভেম্বর ২০২০ রোববার
অত্যন্ত বিরল এক গোলাপী হীরা। আগামী ১১ নভেম্বর এই হীরা উঠবে নিলামে। সুইজারল্যান্ডের জেনেভায় সথবি'র নিলামঘরে হাতুরি পিটিয়ে এর দাম তোলা হবে। আর ধারণা করা হচ্ছে এর দাম ৩৮ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় তা ৩১৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা মাত্র।
সথবির নিলামকারীরা ধারনা করছেন ২৩ থেকে ৩৮ মিলিয়ন ডলার পর্যন্ত দাম উঠতে পারে এই অতি দুর্লভ হীরকখণ্ডের।
ওরা এর নাম দিয়েছে 'গোলাপের আত্মা' (স্পিরিট অব দ্য রোজ)। বিখ্যাত রুশ ব্যালের নামানুসারে। কারণ ১৪.৮৩ ক্যারেটে হীরেটি রাশিয়ায় পাওয়া এ পর্যন্ত সবচেয়ে বড় হীরে যা নিলামে উঠতে চললো।
সথবি'র জুয়েলারি বিভাগের প্রধান গ্যারি শুলার বলছিলেন, আকার যাই হোক এমন গোলাপী হীরে ভীষণই দুর্লভ। আর এমন হীরে যে ক'টা মেলে তার মোটে ১ শতাংশ ১০ ক্যারেটের চেয়ে বড় হয়।
গোলাপের আত্মা'কে নিয়ে ভীষণ উত্তেজিত তারা বলছিলেন, এটি শতভাগ খাঁটি একটি হীরে।