অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনায় চলে গেলেন টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ

প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার   আপডেট: ০৭:৩৪ পিএম, ৩ আগস্ট ২০২০ সোমবার

করোনায় চলে গেলেন টেলিভিশন ব্যক্তিত্ব বরকতউল্লাহ... আর সেই সাথে বাবাকে হারালেন খ্যাতনামা টেলিভিশন তারকা অভিনতা বিজরী বরকতউল্লাহ।
বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল­াহ মারা গেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে মারা যান তিনি। অন্যান্য শারীরিক জটিলতার পাশাপাশি তিনি করোনাক্রান্ত ছিলেন।

মোহাম্মদ বরকতউল্লাহ শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি।

বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। তার নির্মিত তুমুল জনপ্রিয় নাটকের মধ্যে আছে ‘সকাল-সন্ধ্যা’, ঢাকায় থাকি, ‘কোথাও কেউ নেই’।
মোহাম্মদ বরকতউল্লাহ জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লার বাবা। তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনার বরকতউল্লাহ।