অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁদের দিকে কলিশন কোর্স নিয়ে ছোটা সেই রকেট স্পেইসএক্স’র নয়

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার  

রকেট। প্রতীকী ছবি।

রকেট। প্রতীকী ছবি।

জানুয়ারি মাসের শেষদিকে প্রকাশিত খবরে জানা যায়, চাঁদের দিকে লক্ষ্য করে কলিশন কোর্স নিয়ে ছুটে যাচ্ছে ইলন মাস্ক-এর মহাকাশ প্রযুক্তির কোম্পানি স্পেইসএক্স-এন একটি নিয়ন্ত্রণহীন রকেট।

তবে এবার নতুন প্রতিবেদনে জানা গেছে, ওই রকেট স্পেইসএক্স-এর নয়। বরং এর সম্ভাব্য মালিক চীন। দেশটি ২০১৪ সালে রকেটটি উৎক্ষেপণ করেছিল।

আরও পড়ুন: চাঁদের দিকে কলিশন কোর্স নিয়ে ছুটে যাচ্ছে স্পেইসএক্স’র পথহারা রকেট

বিল গ্রে নামক একজন ডেভেলপার জানিয়েছেন, তিনি সব উপাত্ত পরীক্ষা করেছেন। সেগুলো বেশ 'ভালো প্রমাণ' যে ওই ছুটে যাওয়া বস্তুটি চীনের চ্যাং'ই ৫-টি১ রকেটের একটি অংশ যেটি ২০১৪ সালের অক্টোবরে উৎক্ষেপণ করা হয়েছিল।

এর আগের তত্ত্ব ছিল ওই রকেটটি স্পেইসএক্স-এর একটি ফ্যালকন রকেট ছিল যেটি ২০১৫ সালের মার্চে মহাকাশে পাঠানো হয়েছিল।

গ্রে তার ওয়েবসাইটে লিখেছেন, আগামী ৪ মার্চ চাঁদে আঘাত করবে ওই রকেট।

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেইট ইউনিভার্সিটি'র একজন অধ্যাপক মার্ক রবিনসন জানিয়েছেন, প্রায় ৫৭০০ মাইল গতিতে ছোটা ওই রকেট চাঁদের বুকে ৬৫ ফুট ব্যাসের গর্ত তৈরি করবে।

নতুন এ তথ্য সম্পর্কে স্পেইসএক্স-এর মন্তব্য জানতে ফক্স নিউজ থেকে ইমেইল পাঠানো হলেও প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত কোনো উত্তর দেয়নি স্পেইসএক্স।

সূত্র: ফক্স নিউজ