এইচএসসি ও সমমানের পাসের হার ৯৫.২৬ শতাংশ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার আপডেট: ১২:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার
এইচএসসি’র ফল প্রকাশ, পাসের হার ৯৫.২৬ শতাংশ
করোনা মহামারিতে ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১৪ লাখ শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে রবিবার (১৩ ফেব্রুয়ারি)। পরীক্ষায় পাস করেছেন ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী।
****যেভাবে এইচএসসির ফল জানা যাবে
****এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
রবিবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এ বছর মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন।
তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। পাসের হার ৯৫.২৬ শতাংশ।
ফল জানা যাবে যেভাবে-
মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে এবং অনলাইনে ফলাফল জেনে নেওয়া যাবে।
এসএমএসে সাধারণ শিক্ষা বোর্ডের ফল পেতে HSC<>বোর্ড<>রোল<>সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিতে হবে।
মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের জন্য HSC<>MAD<>রোল<>সাল লিখে পাঠিয়ে হবে ১৬২২২ নম্বরে।
টেকনিক্যাল শিক্ষা বোর্ডের জন্য HSC<>TEC<>রোল<> সাল লিখে পাঠিয়ে দিতে ১৬২২২ নম্বরে।
অনলাইনে ফল পাওয়া যাবে http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে।
সাধারণত প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার। পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ ডিসেম্বর।
এবারের এইচএসসি পরীক্ষা অন্যান্য বছরের মতো হয়নি। পরীক্ষা হয় শুধু নৈর্বাচনিক বিষয়ে। আর আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। বাদ দেয়া হয় চতুর্থ বিষয়ের পরীক্ষাও।