ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আফগান দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২ রোববার
নিজেদের দুই তারকা খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশে এসেছে আফগান দল। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারা। তবে ঢাকায়ই অবস্থান করবে না।
প্রথমে জানা গিয়েছিল, শুধুমাত্র রশিদ খানকে ছাড়াই সপ্তাহখানেকের কন্ডিশনিং ক্যাম্প করতে আগেভাগে বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এবার এর সঙ্গে নতুন করে যোগ হলো তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবির নাম।
পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলায়, ওয়ানডে সিরিজ শুরুর আগে যোগ দেবেন লেগ স্পিনার রশিদ খান। ২৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেতে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে আফগানিস্তান। তিনটি ওয়ানডের পর ঢাকায় হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে চলতি মাসের শুরুর দিকে বিপিএল থেকে ছিটকে গিয়েছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তবে আফগান সিরিজের আগেই মাঠে ফিরবেন বলে আশাবাদী এই পেসার। ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। এমনটাই জানিয়েছেন ২৬ বছর বয়সী এই ফাস্ট বোলার।