অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রক্সিমা সেনটরি-তে পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার  

সূর্যের সবচেয়ে কাছাকাছি নক্ষত্র প্রক্সিমা সেনটরিকে আবর্তন করতে থাকা একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

ওই গ্রহটি দেখতে পৃথিবীর মতো বলে জানিয়েছেন তারা। এটির নাম দেওয়া হয়েছে প্রক্সিমা ডি।

গ্রহটি পৃথিবীর চেয়ে কিছুটা ছোট। তবে এটির অবস্থান এর নক্ষত্রের বসবাসযোগ্য অঞ্চলে।

একটি নক্ষত্র থেকে সুনির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী গ্রহতেই কেবল প্রাণের অস্তিত্ব তৈরি হওয়া সম্ভব। কারণ নক্ষত্র থেকে বেশি দূরে থাকলে ওই গ্রহ শীতল গ্রহ হবে।

আবার উল্টোটা হলে গ্রহের তাপমাত্রা এত বেশি হবে যে যা বসবাসের অযোগ্য।

বিজ্ঞানীরা এ কারণে ধারণা করছেন নতুন আবিষ্কৃত ওই গ্রহটিতে প্রাণের অস্তিত্বের জন্য উপযোগী পানি থাকতে পারে।

নতুন এ আবিষ্কারটির বিষয়ে বিস্তারিত অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশ করা হয়েছে।

সূত্র: ন্যাচার