ভালুক তাড়াতে গিয়ে দুর্ঘটনাক্রমে ভাইয়ের গায়ে গুলি, পরে আত্মহত্যা
সাতরং ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
বাড়ির আঙিনাতে ভালুক ঢুকেছিল। সেই ভালুক তাড়াতে গিয়ে বন্দুক থেকে গুলি ছোঁড়ার চেষ্টা করেন।
কিন্তু দুর্ভাগ্যক্রমে বন্দুকে গুলি ভরার সময় গুলি গিয়ে লাগল ভাইয়ের শরীরে। ঘটনাস্থলেই মারা যান ভাই।
হতভম্ব ভাই প্রথমে জাতীয় জরুরি সেবায় ফোন করেন। পরে পুলিশ আসার আগে নিজেই একই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন।
এ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগনের জোসেফাইন কাউন্টিতে।
দেশটির অরিগন রাজ্যে প্রায় ২৫ হাজার কালো ভালুক বাস করে।
বাড়ির আঙিনায় ভালুক ঢুকে যাওয়া যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চলে নিত্যনৈমিত্তিক ঘটনা।
আর যেহেতু যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে বেসামরিক নাগরিকদের বন্দুকের ব্যবহার বৈধ, তাই ভালুক তাড়াতে বন্দুক দিয়ে গুলি ছোঁড়াও এখানে স্বাভাবিক।
উক্ত ঘটনায় দুই ভাইয়ের পরিচয় জানা যায়নি। জোসেফাইন কাউন্টির শেরিফ জানিয়েছেন, ৯১১-এ ফোন পাওয়ার পর তারা বাড়িতে গিয়ে দেখেন দুই ভাই মরে পড়ে আছেন।
তাদের দুইজনের শরীরেই একটি করে গুলির ক্ষতচিহ্ন ছিল। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে শেরিফ অফিস ও রাজ্য পুলিশ।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ভুলবশত গুলিতে প্রতিবছর প্রায় ৫০০ জন মানুষ মারা যায়।
[বাংলাদেশে আত্মহত্যা প্রতিরোধে সহায়তার জন্য যোগাযোগ: জাতীয় জরুরি সহায়তা নাম্বার ৯৯৯ এবং বেসরকারি মানসিক সহায়তা হেল্পলাইন কান পেতে রই ০১৭৭৯৫৫৪৩৯১]
সূত্র: বিবিসি