অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পোষা প্রাণী নিয়ে ঘুরবেন? মাথায় রাখুন এ বিষয়গুলো

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

নিজের প্রিয় পোষা প্রাণীটিকে সাথে নিয়ে ঘুরতে যেতে চাইলেও অনেকে তা করতে পারেন কেবল কিছু বিষয় না জানার কারণে।

ফলে আদরের জীবটিকে ঘরেই রেখে যেতে হয়। যদি তাকেও সাথে নিয়ে যাওয়া যায়, তাহলে ভ্রমণের আনন্দ অনেক বেড়ে যায়।

তবে পোষা প্রাণী নিয়ে ভ্রমণ করা কিছুটা ঝক্কির কাজই বটে। এর জন্য মাথায় রাখতে হয় অনেকগুলো দিকই।

চিকিৎসকের সাথে যোগাযোগ

কোনো ভ্রমণে পোষ্যকে নিয়ে যাওয়ার কথা ভাবলে সবার আগে ভেটেরিনারিয়ান তথা পশুচিকিৎসকের কাছে যেতে হবে।

তিনি দেখে ঠিক করবেন আপনার পোষা প্রাণীটি ভ্রমণে যাওয়ার উপযোগী কিনা, নাকি বাড়িতে থাকলেই তার জন্য ভালো হবে।

অনেক জায়গায় ভ্রমণে যেতে হলে পশু-পাখির জন্য আলাদা টিকা দিতে হয়। আবার কোনো কোনো স্থানে এসব জীবের জন্য আলাদা হেলথ সার্টিফিকেট দেখাতে হয়। এসব কাজ ভেট দ্বারাই সারতে হবে।

ক্যারিয়ার

আপনার পোষা প্রাণীকে কীভাবে বহন করবেন সেটা আগে থেকে ঠিক করতে হবে। কারণ বিভিন্ন যানে চড়ার ক্ষেত্রে পশুপাখি পরিবহনের আলাদা নিয়মকানুন রয়েছে। এগুলো মাথায় রাখতে হবে।

আইডি

এ কাজটি অবশ্যই করতে হবে। আপনার পোষ্যটির গলায় কলার ও ট্যাগে এর নাম ও যোগাযোগের প্রয়োজনীয় ঠিকানা সংযুক্ত থাকতে হবে।

এতে দুর্ভাগ্যক্রমে এটি হারিয়ে গেলেও সহজে খুঁজে পাওয়া যাবে।

থাকার জায়গা

এটি একটি গুরুত্বপূর্ণ দিক। সব হোটেলে কিন্তু পোষা প্রাণী নিয়ে থাকার সুযোগ সেই। তাই কোনো হোটেল ঠিক করার সময় এটি আগে থেকেই খোঁজ নিতে হবে।

এক্ষেত্রে প্রাণীর জন্য বাড়তি খরচ লাগবে কিনা, কক্ষে প্রাণীটিকে একা ফেলে রাখা যাবে কিনা ইত্যাদি ব্যাপারেও জেনে নিতে হবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস