অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শতকোটি বছরের পুরনো হীরা বিক্রি হলো ৪৩ লাখ ডলারে

সাতরং ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার  

দ্য এনিগমা। ছবি সৌজন্য: সোদাবি`জ

দ্য এনিগমা। ছবি সৌজন্য: সোদাবি`জ

প্রায় একশ কোটি বছর পুরনো একটি কালো হীরা ৪.৩ মিলিয়ন ডলার বা প্রায় ৩৭ কোটি টাকায় বিক্রি হয়েছে।

দ্য এনিগমা নামের ওই হীরাটি ৫৫৫.৫৫ ক্যারেটের।

একটি প্রমাণ সাইজের কলার সমান ভরের ওই ডায়মন্ডটি অনলাইন নিলামে বিক্রি করা হয়।

এটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড প্রত্যাশা করা হলেও শেষ পর্যন্ত এটি ৩.১৬ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়।

জানা গেছে, নিলামকারী ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এ হীরাটি কিনেছেন।

এ হীরাটি কীভাবে তৈরি হলো তা নিয়ে অনেক ধারণা আছে। কেউ মনে করেন কোনো গ্রহাণুর টুকরা পৃথিবীতে পড়ার সময় হীরাটি নিয়ে আসে।

নিলামকারী প্রতিষ্ঠান সোদাবি'জ থেকে ক্রেতার নাম প্রকাশ না করা হলেও ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা রিচার্ড হার্ট টুইটারে জানিয়েছেন তিনি দ্য এনিগমার নতুন মালিক।

নিজের ব্লকচেইন প্ল্যাটফর্ম হেক্স ডট কম-এর নাম অনুযায়ী হীরাটির নতুন নামকরণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি