অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিলেন সোনু সুদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৬:৫২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার   আপডেট: ০৬:৫৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

সোনু সুদ ফাউন্ডেশন-এর টুইটারে প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে সুদ একজন আহত ব্যক্তিকে বিধ্বস্ত গাড়ি থেকে টেনে বের করছেন।

সোনু ও তার দল ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। পথে দুইটি গাড়ির দুর্ঘটনার সম্মুখে পড়তে হয় তাদেরকে।

এ সময় একটি গাড়ির ভেতরে চালককে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাকে ভেতর থেকে বের করেন সোনু সুদ।

পরে ১৯ বছর বয়সী ওই আহত ব্যক্তিতে পাঁজাকোলে করে আরেকটি গাড়িতে তোলেন সোনু।

ভিডিওতে পরের দৃশ্যে ওই লোকটিকে গায়ে রক্ত মেখ হাসপাতালের বেডে পড়ে থাকতে দেখা যায়। তখন কেউ একজন এসে সোনুকে জানান, সব ঠিক আছে।

এ ভিডিও প্রকাশর পর ভক্তদের ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন সোনু।

সোনু সুদ ভারতে নানাপ্রকার দাতব্য কাজ করে থাকেন। করোনাভাইরাসের সময় নানা মানবতাবাদী কাজের জন্য প্রায় সময়ই আলোচনায় থাকতেন বিভিন্ন ভারতীয় সিনেমায় অভিনয় করা এ শিল্পী।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস