অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্পেসএক্স’র ৪০টি স্যাটেলাইট পুড়ে ছাই হবে

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৫:০৬ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার  

গত সপ্তাহে ৪৯টি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল এলন মাস্কের কোম্পানি স্পেইসএক্স।

সেগুলোর মধ্যে ৪০টিই ধ্বংস হওয়ার পথে রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

ভূ-চুম্বকীয় ঝড়ের কারণে এ স্যাটেলাইটগুলো কক্ষপথে না পৌঁছে পুড়ে ছাই হয়ে যাবে।

বৃহস্পতিবার উৎক্ষেপণের পর শুক্রবার ওই ঝড়ের কবলে পড়ে স্যাটেলাইটগুলো।

এ ঝড়ের ফলে মহাশূন্যের পরিবেশে উত্তাপ সৃষ্টি হয় ও ঘনত্ব বেড়ে যায় বলে জানিয়েছে স্পেইসএক্স।

সাধারণত সূর্য থেকে আসা চার্জিত কণার প্রবাহ ও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রতিক্রিয়ার কারণে ভূ-চুম্বকীয় ঝড় বা জিও-ম্যাগনেটিক স্টর্ম ঘটে থাকে।

ঝড়ের কারণে ওই ফ্লিটের ৮০ শতাংশ স্যাটেলাইট পুনরায় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে বা ইতোমধ্যে করে ফেলেছে।

আর মহাকাশ থেকে আসা যেকোনো বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর এর সাথে ঘর্ষণের ফলে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়।

তাছাড়া স্পেইসএক্স-এর এ স্যাটেলাইটগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর নিজে থেকে ধ্বংস হওয়ার নির্দেশ দেওয়া আছে।

সূত্র: দ্য গার্ডিয়ান