অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রেকর্ড ৫ বিলিয়ন ডলার সমমূল্যের বিটকয়েন জব্দ

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার  

প্রায় পাঁচ বিলিয়ন ডলার (৪৩ হাজার কোটি টাকা) সমমূল্যের চুরি যাওয়া বিটকয়েন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস।

বিটকয়েনের এটাই এ পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় চালান। উদ্ধার করা বিটকয়েনের সংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার।

বিটকয়েনগুলো লন্ডারিংয়ের চেষ্টার অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ দুই জনকে গ্রেফতার করেছে।

২০১৬ সালে একজন হ্যাকার বিটফিনেক্স নামক একটি ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জে সাইবার হামলা চালিয়ে ডিজিটাল এ মুদ্রাগুলো চুরি করে।

সে সময় এগুলোর দাম ৭১ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ধরা হয়েছিল। কিন্তু সময়ের সাথে বিটকয়েনের মূল্য বেড়ে যাওয়ায় বর্তমানে এ ক্রিপটোকারেন্সিগুলোর দাম পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ পলাইট জুনিয়র বলেছেন, এ জব্দ দ্বারা এটা প্রমাণিত হয় যে সরকার মানি লন্ডারিংয়ের করার জন্য ক্রিপ্টোকারেন্সিকে প্রশ্রয় দেবে না।

গ্রেফতারকৃতদের অপরাধ প্রমাণিত হলে তাদের ২৫ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে।

সূত্র: বিবিসি