যেসব পাসওয়ার্ড আর কখনো ব্যবহার করবেন না
সাই-টেক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
এ সময়ে এসে পাসওয়ার্ড ভাঙার চেয়ে শক্ত পাসওয়ার্ড পছন্দ করা বেশি কঠিন।
কথাটা অবাস্তব শোনালেও আজকের তথ্য প্রযুক্তির দুনিয়ায় কারও পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া হ্যাকারদের জন্য খুব সহজ ব্যাপার।
বিশেষত পাসওয়ার্ড যদি হয় কোনো শব্দ, তাহলে সেটি হ্যাক করা খুবই সহজ। তাই পাসওয়ার্ড হতে হবে বিভিন্ন অর্থহীন অক্ষর, বর্ণ, চিহ্ন, সংখ্যা ইত্যাদির সমাহার।
অনেকে আজকাল বিভিন্ন পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেন। এতে তাদের তথ্য অন্যদের চেয়ে তুলনামূলক বেশি সুরক্ষিত থাকে।
কিন্তু বেশিরভাগ মানুষ সাধারণত একটি পাসওয়ার্ড বা একই ধাঁচের পাসওয়ার্ডকেই ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করেন।
ডোজো নামের একটি কোম্পানি সম্প্রতি এক লাখ হ্যাক হওয়া পাসওয়ার্ড নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে।
এ গবেষণায় দেখা গেছে মানুষ মূলত খুবই দুর্বল ও একই ধাঁচের পাসওয়ার্ড ব্যবহার করে।
গবেষণায় জানা যায়, সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ড হচ্ছে পোষা প্রাণীর নাম বা স্নেহ বোঝায় এমন সব শব্দ। এগুলোর মধ্যে আছে 'লাভ', 'বেবি', 'অ্যাঞ্জেল' ইত্যাদি।
এসব শব্দের শেষে কোনো প্রাণীর নাম, খাবারের নাম, আবেগের নাম লাগিয়ে বেশিরভাগ মানুষ পাসওয়ার্ড ব্যবহার করেন।
অনেককে আবার দেখা গেছে বিভিন্ন ব্র্যান্ড যেমন অ্যাপল, লিংকডইন, গুগল ইত্যাদি ব্যবহার করতে। এছাড়া গাড়ির ব্র্যান্ডের নামও ভীষণ জনপ্রিয় পাসওয়ার্ড হিসেবে। এগুলোর মধ্যে শীর্ষে আছে ফোর্ড, হোন্ডা, ও আউডি।
সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ডটি বোধহয় আপনি নিজেও অনেক জায়গায় ইতোমধ্যে ব্যবহার করেছেন। অনেক জায়গায় না হলেও নিদেনপক্ষে জীবনে এক-দুইবার তো এ পাসওয়ার্ডটির সম্মুখীন হয়েছেনই।
এটি হচ্ছে সবার পরিচিত ১২৩৪৫৬ পাসওয়ার্ডটি। প্রায় দুই কোটি ৩০ লাখ মানুষ নিজেদের পাসওয়ার্ড হিসেব এটি ব্যবহার করেছেন।
এর পরের স্থানে রয়েছে ১২৩৪৫৬৭৮৯। তিন নাম্বারে রয়েছে Qwerty। কম্পিউটারের কিবোর্ডের একদম ওপরের সারির কি-গুলো বাম থেকে এ ধারাতেই সাজানো থাকে কিনা, তাই ওগুলো চেপেই পাসওয়ার্ডের ঝামেলা সেরে নেন অনেকে।
আরেকটি বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হচ্ছে ১১১১১১১। আর নিজের নাম বা জন্ম সাল এসব ব্যবহার করে পাসওয়ার্ড দেওয়াটাও তো অনেকেই করেন।
সুতরাং এখন থেকে ওপরে বর্ণনা করা বা এ ধাঁচের পাসওয়ার্ড আর কখনোই ব্যবহার করবেন না।
সূত্র: টেক রিডার