বাসায় জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ ২ বোনের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১:৩৬ এএম, ৮ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের পঞ্চম তলায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে দুই বোন মারা গেছেন।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সাবরিনা খালেদা (২৩) ও সামিয়া খালেদা’র (১৮) মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, ‘চট্টগ্রাম থেকে এই দুই বোন দগ্ধ হয়ে গত ৫ ফেব্রুয়ারি বার্ন ইউনিটে এসেছিল। বড় বোন সাবরিনার শরীরের ৫৬ শতাংশ পুড়ে গিয়েছিল।
তিনি রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান। বড় বোনের মৃত্যুর একদিন পরই চলে যান সামিয়াও। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। তার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’ দুই বোনেরই শ্বাসনালী পোড়া ছিল বলে জানান চিকিৎসক।
তাদের বাবা মো. আলাউদ্দীন বলেন, ‘তারা চট্টগ্রামের রাহাত্তারপুল চান্দাপুকুর পাড় এলাকায় থাকেন। সেখানে ৩ ফেব্রুয়ারি সকালে পাইপ লিকেজের কারণে বাসায় গ্যাস জমে যায়। সেই গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।’
তিনি জানান, সাবরিনা চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ইংরেজি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর সামিয়া ছিলেন এইচএসসির শিক্ষার্থী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়।’