অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউরোপে ফেইসবুক-ইনস্টাগ্রাম সেবা বন্ধের হুমকি জাকারবার্গের

সাই-টেক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার  

মেটা’র সিইও মার্ক জাকারবার্গ হুমকি দিয়েছেন তিনি ইউরোপ ও যুক্তরাজ্যে ফেইসবুক ও ইনস্টাগ্রাম-এর ‘মৌলিক সেবাগুলো’ বন্ধ করে দেবেন।

এ দুই অঞ্চলে এ দুইটি জনপ্রিয় সামাজিকযোগাযোগমাধ্যম অ্যাপ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার ডেটা রক্ষা আইনের সাথে মেটা’র বর্তমানে বৈরি সম্পর্ক চলছে।

এক সতর্কবার্তায় মেটা জানিয়েছে যদি ইউরোপ মেটাকে ‘ট্রান্স-আটলান্টিক ডেটা স্থানান্তর’ করতে অনুমতি না দেয় তাহলে এটি ফেইসবুক ও ইনস্টাগ্রাম-এর সেবা এখানে বন্ধ করে দেবে।

‘ট্রান্স-আটলান্টিক ডেটা স্থানান্তর’-এর অর্থ হচ্ছে ইউরোপিয়ানদের ব্যক্তিগত তথ্য ইউরোপের সুরক্ষিত সার্ভার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো।

মেটা’র দাবি তাদের সেবা প্রদানের জন্য বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে তথ্য স্থানান্তর করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ২০২০ সালের জুলাই মাসে এটি নিষিদ্ধ করে।

সূত্র: ডেইলি স্টার