অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভক্তদের সমর্থন শাহরুখের সাথে

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার  

গতকাল রবিবার (৬ ফেব্রুয়ারি) লতা মঙ্গেশকর শেষ নিশ্বাস ত্যাগ করলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবন প্রভুকুঞ্জ ও দাহস্থল শিবাজি পার্কে ছুটে গিয়েছিলেন বলিউডের নামিদামি তারকারা।

শিবাজি পার্কে লতাজির জন্য দোয়া করেছেন শাহরুখ খান। আর সেটা নিয়েই একদল লোক ইন্টারনেটে বিতর্ক ছড়ানো শুরু করে। কিন্তু ভক্ত-সমর্থক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শাহরুখকে সমর্থন করে গেছেন।

দোয়া পড়ার পর মুখ দিয়ে ফুঁ দেওয়া ইসলাম ধর্মের একটি বিধান। শাহরুখ সে কাজটিই করেছিলেন। দোয়ার পর অল্প কিছুক্ষণের জন্য মাস্ক খুলে মুখ নামিয়ে তাকে ফুঁ দিতে দেখা যায়।

হরিয়ানা বিজেপির একজন সদস্য অরুণ যাদব এ বিতর্ক শুরু করেন টুইটারে একটি ভিডিও আপলোড করে। কিন্তু সেখানে অনেকেই তার টুইটটি বর্জন করেছেন।

অনেকে শাহরুখের দোয়ার বিষয়টি নিয়ে টুইট করে তার বিরুদ্ধে এরকম ঘৃণা ছড়ানোর তীব্র নিন্দা আর ক্ষোভ জানিয়েছেন। একজন তার মাই নেম ইজ খান সিনেমার একটি ছোট অংশ শেয়ার করেছেন যেখানে খানকে একইভাবে দোয়া পড়ে ফুঁ দিতে দেখা যায়।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস