অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার   আপডেট: ০২:৩৫ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত, ছবি সংগৃহীত

সাতকানিয়ায় নির্বাচনি সহিংসতায় ২ জন নিহত, ছবি সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় দুই মৃত্যু হয়েছে। উপজেলার নলুয়া ইউনিয়নে তাসিব (১৩) নামের এক কিশোর এবং বাজালিয়া ইউনিয়নে আবদুস শুক্কুর (৪০) নামের একজন নিহত হয়েছেন।  

** ইউপি ভোট: সাতকানিয়ায় গুলি, ককটেল বিস্ফোরণ

কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে এই ঘটনার সময় এক কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম মো. তাসিফ। তার বাবার নাম মো. জসীম।

নিহতের বাবা মো. জসিমের দাবি ওই ইউনিয়নের নৌকার প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে তার ছেলের মৃত্যু হয়েছে।

একই সময়ে বাজালিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ড কেন্দ্রের বাইরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হন।

তাদের স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে একজনের মৃত্যু হয়।

আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি হয় সকাল থেকেই। এ সময় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ করা হয়। সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

দুই বিবদমান চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের অনুসারীদের মধ্যে এই অবস্থা চলে। এ ঘটনায় খাগরিয়া ইউনিয়নের দুটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এগুলো হলো খাগরিয়া গনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্র।