লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রোববার
মুম্বাইয়ের দাদারে অবস্থিত শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় কিংবদন্তিতুল্য শিল্পী লতা মঙ্গেশকরের সৎকার সম্পন্ন হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সঙ্গীত জগতের নাইটিঙ্গেল খ্যাত লতা মঙ্গেশকর।
রবিবার মুম্বাইয়ের সময় ৭.১৬ মিনিটে (বাংলাদেশ সময় ৭.৪৬ মিনিট) তার চিতায় আগুন দেওয়া হয়। এ সময় একাধিক পুরোহিত শাস্ত্রীয় আচার পালন করেন।
লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর বোনের মুখাগ্নি করেন। এ সময় তার শরীর ঢেকে রাখা ভারতের জাতীয় পতাকাটি তার ভাইপো আদিনাথ মঙ্গেশকরের হাতে তুলে দেন সামরিক বাহিনীর সদস্যরা।
এর আগে লতা মঙ্গেশকরের বাসস্থান প্রভুকুঞ্জ থেকে তার মৃতদেহ একটি সামরিক ট্রাকে করে শিবাজি পার্কে আনা হয়।
আরও পড়ুন: কিংবদন্তি লতা মঙ্গেশকর আর নেই, নিঃস্তব্ধ উপমহাদেশ
বিকেল থেকেই লতা দিদিকে শেষ শ্রদ্ধার্ঘ্য জানাতে মানুষের ঢল নেমেছিল প্রভুকুঞ্জ ও এর চারপাশে। তখন সবাই স্লোগান দিচ্ছিলেন 'লতা দিদি, অমর রাহে'।
বিকেলেই প্রভুকুঞ্জ-এ গায়িকাকে শ্রদ্ধা নিবেদন করতে বলিউড তারকা, ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আসতে থাকেন।
আরও পড়ুন: আট দশক গানের নাইটিঙ্গেল হয়ে ছিলেন লতা ‘দিদি’
তাদের মধ্যে ছিলেন সঞ্জয় লীলা বানসালী, অমিতাভ বচ্চন, শ্রদ্ধা কাপুর, জাভেদ আখতার সহ আরও অনেকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাহ পর্বে শিবাজি পার্কে উপস্থিত ছিলেন। এর আগে সেখানো পৌঁছানোর পর তিনি লতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সন্ধ্যার পরে বলিউডের অন্যান্য তারকারা শিবাজি পার্কে গিয়ে মঙ্গেশকরকে তাদের শেষ সম্মান প্রদর্শন করেন।
আরও পড়ুন: প্রভুকুঞ্জে লতা দিদিকে শেষবারের মতো দেখতে...
এদের মধ্যে ছিলেন আমির খান ও তার কন্যা ইরা খান, রণবীর কাপুর, শাহরুখ খান ও অন্যান্যরা। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছিলেন শচীন টেন্ডুলকার।
টুইটারে লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি লিখেন, মঙ্গেশকরের মৃত্যুর সাথে ভারতীয় উপমহাদেশ বিশ্বের অন্যতম একজন বিশিষ্ট গায়িকাকে হারালো।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন। এর মধ্যে আছে বাংলাও। ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘ও পলাশ ও শিমুল’, ‘আকাশপ্রদীপ জ্বেলে’সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
২০০১ সালে লতা মঙ্গেশকর ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ভারতরত্ন অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন।