আগামী ৩ মাসে ৩ সিনেমায় অজয়কে দেখবেন ভক্তরা
এন্টারটেইনমেন্ট ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২২ রোববার
সিংহাম খ্যাত অজয় দেবগনের ভক্তদের জন্য আগামী তিন মাস বেশ ভালো কাটবে। কারণ পরপর তিন মাস এ অভিনেতার তিনটা সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বলিউডে খান, অক্ষয়দের পাশাপাশি অজয়ের রয়েছে বিশাল ভক্ত-সমর্থক। তার অ্যাকশনধর্মী সিনেমাগুলোর জন্য তিনি ভক্তদের কাছে তুমুল জনপ্রিয়।
আগামী ফেব্রুয়ারি, মার্চ, ও এপ্রিল মাসে অজয়ের তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এগুলো হলো গাঙ্গুবাই কাটিয়াবাদি, আরআরআর, ও রানওয়ে ৩৪।
আগামী ২৫ ফেব্রুয়ারি আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাটিয়াবাদি সিনেমাটির মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা বানসালী।
এ সিনেমাটির গল্প প্রখ্যাত লেখক হুসাইন জাইদি'র বই মাফিয়া কুইনস অব মুম্বাই-এর একটি চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে।
১৯৬০-এর দশকে মুম্বাইয়ের কামাথিপুরা যৌনপল্লীর অন্যতম প্রভাবশালী নেত্রী ছিলেন গাঙ্গুবাই।
সিনেমাটিতে অজয়কে একটি ক্যামিও দৃশ্যে দেখা যাবে। তা-তে আফসোসের কিছুই নেই, কারণ সেই যে ২০২০ সালে তানহাজি সিনেমায় অজয়কে বড় পর্দায় দেখা গিয়েছিল, তারপর আর তার দর্শন পায়নি ভক্তরা।
প্রায় দুই বছর পর আবারও নিজের প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখা, তা ক্যামিওতেই হোক, ভক্তদের জন্য এটি আনন্দেরই সংবাদ।
ভারতের সবচেয়ে বড় সিনেমাগুলোর একটি আরআরআর-এও ক্যামিও দৃশ্যতেই দেখা যাবে অজয় দেবগনকে। আগামী ২৫ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে এটির।
এখানেও ক্যামিও দৃশ্য হলেও খোদ রাজামৌলি বলেছেন অজয়ের চরিত্রই ওই সিনেমার প্রাণভোমরা। আর নিজের সিনেমায় অভিনেতাদের থেকে সর্বোচ্চটুকু বের করে আনেন রাজামৌলি।
রানওয়ে ৩৪ সিনেমাটি নানা দিক থেকে বিশেষ। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয়েছে অজয়ের। এছাড়া এতে অজয়ের পাশাপাশি থাকবেন বিগ-বি অমিতাভ বচ্চনও। আগামী ২৯ এপ্রিল মুক্তির তারিখ ঠিক হয়েছে সিনেমাটির।
সূত্র: কইমই